আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিকেল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। উপস্থিত দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
মনোনয়নপত্র জমা শেষে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আজকের মনোনয়ন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রামের সূচনা। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত। তারা এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়।”
তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফরিদপুর-১ আসনের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে, যা আগামীর বিজয়ের পথ দেখাবে।
দলীয় নেতারা বলেন, খন্দকার নাসিরুল ইসলাম একজন পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে ফরিদপুর-১ আসনে বিএনপি একটি ঐতিহাসিক বিজয়ের দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.