সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোটের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যুক্ত হতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
এরই মধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসন থেকে এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোটে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মনোনয়ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে প্রাথমিক পর্যায়ে সমঝোতা হয়েছে। তবে কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ধারার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বরিশাল-৩ আসনে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব ভোটব্যাংক যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের অনুকূলে যায়, সে ক্ষেত্রে তিনি বিএনপির মনোনীত প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। এতে আসনটিতে হাড্ডাহাড্ডি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয়দের মতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলেই বোঝা যাবে চূড়ান্তভাবে কারা নির্বাচনের মাঠে থাকছেন। সে পর্যন্ত প্রকৃত প্রার্থীর বিষয়টি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.