রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে তেরখাদায় মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ. বি. সারোয়ার রাব্বীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাউসার আলীর নেতৃত্বে পাঁচজন সিনিয়র নেতা আজিজুল বারী হেলালের পক্ষে মনোনয়ন দাখিল করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের আগে একই দিনে তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুলাই যুদ্ধে আহত হাদি সহ দলের নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাউসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান গাউস, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, কালাম লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শেখ ইউসুফ আলী, সাইফুল ইসলাম মোড়ল, ইমদাদুল ইসলাম, আবুল বাশার, মোবাশ্বের আলম ও জামাল বিশ্বাস।
এ সময় যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, লতিফ মোল্লা, মুন্না পারভেজ ও ঈশান মোল্লা উপস্থিত ছিলেন। পাশাপাশি মহিলা দলের নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম ও রূপালী বেগম এবং সাবেক ছাত্রদল নেতা আসাবুদ চৌধুরী, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী ও রাজু চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কারি মোজাম্মেল মুন্সী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.