গোপালগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি আসনে সোমবার (২৯ ডিসেম্বর) মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দিন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল থেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো প্রার্থীদের উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের সমাগমে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জেলা রিটার্নিং অফিসারের বরাত দিয়ে জানা গেছে, তিনটি আসনের প্রার্থীদের সংখ্যা ও নামসমূহ হলো:
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ):
মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (জনতার দল), মো. সেলিমুজ্জামান (বিএনপি), আশ্রাফুল আলম শিমুল (স্বতন্ত্র), এম এ কাইয়ুম খান (স্বতন্ত্র), এম আনিসুল ইসলাম (স্বতন্ত্র), সুলতান জামান খান (স্বতন্ত্র), নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (সিপিবি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস), আল আামিন (এবি পার্টি)।
গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর একাংশ):
মাহামুদ হাসান (জাকের পার্টি), আজমল হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), শোয়াইব ইব্রাহিম (খেলাফত মজলিস), ডা. কে এম বাবর (বিএনপি), এমএইচ খান মঞ্জু (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), মশিউর রহমান (স্বতন্ত্র), উৎপল বিশ্বাস (স্বতন্ত্র), কামরুজ্জামান ভূঁইয়া (স্বতন্ত্র), শিপন ভূঁইয়া (স্বতন্ত্র), রনি মোল্লা (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), তসলিম হোসাইন সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), দ্বীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ)।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া):
আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম জিলানী (বিএনপি), এম এম রেজাউল করিম (জামায়াতে ইসলামী), মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ (খেলাফত মজলিস), হাবিবুর রহমান (স্বতন্ত্র), গোবিন্দ চন্দ্র প্রামানিক (স্বতন্ত্র), রওশন আরা (স্বতন্ত্র), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম), আলী আহমেদ (খেলাফত মজলিস)।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা দেখা দেয়নি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.