আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশে অবিচল থাকার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলমগীর কবিরকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।
ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকেও সাংবাদিকতায় সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য তাকে সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক আলমগীর কবির বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়—এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। এই সম্মাননা আমাকে আরও সাহসী ও দায়িত্বশীলভাবে মানুষের কথা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সাংবাদিক আলমগীর কবির একজন নিষ্ঠাবান, নির্ভীক ও জনবান্ধব সাংবাদিক। চাপ ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সত্য প্রকাশে তার অবস্থান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ ইমরান হোসেন প্রিন্স এবং কাজী জসিম উদ্দিন কাকুল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আলমগীর কবিরের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.