মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সোমবার বিকেলে তার পক্ষে দলের নেতাকর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও সম্রাট হোসেনের কাছে মনোনয়ন জমা দেন। এসময় ইউএনও দপ্তরের সামনে বিএনপির হাজারও সমর্থক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এরআগে সোমবার বিকেলে জামায়াত প্রার্থী গাজী এনামুল হক ইউএনওর হাতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, মনিরামপুর আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব রশীদ আহমদ সোমবার বিকেলে
জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। একই দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী জয়নাল আবেদীন টিপু।
এছাড়া, সোমবার মনিরামপুরের ইউএনওর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ হালিম, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও এবিএম গোলাম মোস্তফা তাজ।
শহীদ ইকবালের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়ে প্রবাসী ব্যবসায়ী আলী হোসেন বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মনিরামপুরে বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন শহীদ ইকবাল হোসেন। দল তাকে প্রাথমিক মনোনয়ন দিয়েও কেড়ে নিয়েছে। তার পক্ষে স্বতন্ত্র মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে তাকে বিজয়ী করে প্রমাণ করতে চাই- এই আসনে শহীদ ইকবালের সমর্থক কতো, কতো মানুষ তাকে ভালবাসেন।
ইউএনও সম্রাট হোসেন তার দপ্তরে পাঁচজনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
এরআগে মনিরামপুর আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তারমধ্যে মনোনয়ন জমাদানের শেষদিন সোমবার জেলা প্রশাসক ও ইউএনও দপ্তরে সাতজনের মনোনয়নপত্র দাখিলের তথ্য পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.