দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা দিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ফেসবুক পোস্টে রুহুল আমিন হাওলাদার তার নির্বাচনী এলাকার জনগণ ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে লিখেন ব্যক্তিগত ও পারিবারিক কিছু অনিবার্য কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি না।
হঠাৎ করে তার এই সরে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি এর পেছনে কোনো রাজনৈতিক চাপের কথা উল্লেখ না করে সম্পূর্ণ ব্যক্তিগত কারণকেই প্রাধান্য দিয়েছেন।
নিজে নির্বাচন না করলেও দলের অবস্থান নিয়ে ধোঁয়াশা দূর করেছেন মহাসচিব। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, জাতীয় পার্টি একটি বড় রাজনৈতিক দল হিসেবে এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
তৃণমূলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ইঙ্গিত দেন।
মহাসচিবের এই ঘোষণায় তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের অনেক ত্যাগী নেতা তাকে আবারও সিদ্ধান্ত বিবেচনার অনুরোধ জানিয়েছেন, তবে রুহুল আমিন হাওলাদার তার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

