মান্দা (নওগাঁ) প্রতিনিধি
“সোনালি আঁশের সোনার দেশ—স্মার্ট বিনির্মাণে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পাটচাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মান্দা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।
পাট অধিদপ্তর মান্দা উপজেলা শাখার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পাটবীজ অফিসের উপ-সহকারী কর্মকর্তা জাহিদ ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন এবং পাট অধিদপ্তর মান্দা উপজেলা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনতা রানী।
কর্মশালায় পাট ও পাটবীজের আধুনিক চাষপদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

