আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি,,,,রাজিউন)।
তিনি দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর সুশীলগাতী মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন একদল চৌকস পুলিশ দল। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলসহ এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.