যশোর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী শোকে স্তব্ধ হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকেই তারা যশোর জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। কান্না, হাহাকার ও নিস্তব্ধতায় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে যশোর জেলা বিএনপি দলীয় পতাকা অর্ধনমিত রাখে এবং কালো পতাকা উত্তোলন করে। শোকের প্রতীক হিসেবে জেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
এ সময় অনেক নেতাকর্মী আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। দলীয় কার্যালয়ে কোরআন খতম ও তেলাওয়াত শুরু হয়। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এছাড়া জেলা বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়। মঙ্গলবার সকালে শোক বইতে সর্বপ্রথম স্বাক্ষর করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। পরে শোক বইতে স্বাক্ষর করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলা শহরের পাশাপাশি উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।
শোক প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তাঁর জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমার বেহেশত নসিব কামনা করেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আজ আমরা আমাদের রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। তিনি ছিলেন আপোষহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এটি দলের জন্য অপূরণীয় ক্ষতি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দল বহু সংকট ও দমন-পীড়ন মোকাবিলা করেছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোক কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, জেলা বিএনপির কার্যালয়ে খোলা শোক বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে এসে শোক বইতে স্বাক্ষর করছেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.