বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণের লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের নেতৃত্বে ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুটি বাসযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম হোসেন খানসহ রহমতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ এবং প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর অংশ হিসেবেই তারা ঢাকায় যাচ্ছেন।
উল্লেখ্য,বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

