Nabadhara
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চলমান শৈত্য প্রবাহে শীতার্ত মানুষের পাশে বাবুগঞ্জের উপজেলা প্রশাসন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলা প্রশাসকের নেতৃত্বে সরকার প্রদত্ত সেবায় প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে প্রাপ্ত সহায়তা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।