বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জামালপুর থেকে ঢাকায় যাচ্ছেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী। তাঁর মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে রাজধানীর পথে রওনা হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
তীব্র শীত উপেক্ষা করে জামালপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। জামালপুর টাউন রেলওয়ে জংশনসহ জেলার বিভিন্ন স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও বেসরকারি দুটি কমিউটার ট্রেনে করে নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় যাচ্ছেন।
এছাড়া জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পৌর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসে করেও বিএনপি নেতাকর্মীরা রাজধানীর পথে রওনা হন। শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এবং জেলার বিভিন্ন পয়েন্ট থেকে বুধবার ভোররাতে বেশ কয়েকটি বাসে করে দলীয় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত যে যেভাবে পেরেছেন, বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকায় ছুটছেন নেতাকর্মীরা।
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, “দেশনেত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর জানাজায় অংশ নিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও নেতাকর্মীরা ট্রেন ও বাসযোগে ঢাকায় রওনা হয়েছেন। ইসলামপুর উপজেলা থেকে প্রায় ৬ হাজার নেতাকর্মী জানাজায় অংশ নেবেন।”
এ বিষয়ে জামালপুর-৫ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি। এজন্য তিনি আপোষহীন নেত্রী হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর মৃত্যু বাংলাদেশ ও দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও জানান, জামালপুর জেলা থেকে বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে প্রায় ৩০ হাজার নেতাকর্মী জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল, শোক বই খোলা, কালো ব্যাজ ধারণসহ সাত দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.