রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তীব্র শীতের মধ্যে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
রাতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ইউএনও আদমপুর, আটলিয়া, বলর্ধনা, মাটিয়ারকুল, নলী আক্তারসহ সাচিয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান। এ সময় তিনি নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন। হঠাৎ গভীর রাতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কম্বল পেয়ে ভ্যানচালক, চায়ের দোকানদার ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। কয়েকজন শীতার্ত ব্যক্তি জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন তারা। এমন সময়ে কম্বল পেয়ে তারা আনন্দিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খুঁজে বের করে শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ সীমিত হলেও পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলবে।
কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদারসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, গভীর রাতে মাঠে নেমে ইউএনওর এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করেছে। প্রশাসনের এমন মানবিক ভূমিকা প্রশংসিত হচ্ছে এলাকায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.