Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কৃষিজমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শাহ আলম বুদু। তিনি জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে পাওয়া ৩৩ শতাংশ কৃষিজমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে তার আপন ভাই আলী হোসেনসহ জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুম ও তাদের সহযোগী ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল।

তিনি অভিযোগ করে বলেন, গত ১১ নভেম্বর তার মালিকানাধীন ৩৩ শতাংশ আখক্ষেতে হামলা চালিয়ে আখ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়। এরপর ১ ডিসেম্বর পুনরায় তার জমি থেকে ধান, মরিচ ও আখ কেটে নিলে তিনি আরও একটি মামলা দায়ের করেন।

শাহ আলম বুদু আরও জানান, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত আলী হোসেনের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং লাশ গুম করার ভয় দেখায়।

সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির শান্তিপূর্ণ দখল বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।