বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কৃষিজমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শাহ আলম বুদু। তিনি জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে পাওয়া ৩৩ শতাংশ কৃষিজমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে তার আপন ভাই আলী হোসেনসহ জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুম ও তাদের সহযোগী ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল।
তিনি অভিযোগ করে বলেন, গত ১১ নভেম্বর তার মালিকানাধীন ৩৩ শতাংশ আখক্ষেতে হামলা চালিয়ে আখ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়। এরপর ১ ডিসেম্বর পুনরায় তার জমি থেকে ধান, মরিচ ও আখ কেটে নিলে তিনি আরও একটি মামলা দায়ের করেন।
শাহ আলম বুদু আরও জানান, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত আলী হোসেনের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং লাশ গুম করার ভয় দেখায়।
সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির শান্তিপূর্ণ দখল বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.