ফরিদপুর প্রতিনিধি
দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের গোবিন্দপুরে অবস্থিত কবির পারিবারিক কবরস্থানে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পল্লীকবি জসীম উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পল্লীকবি জসীম উদ্দীন তার কবিতা, গান ও উপন্যাসের মাধ্যমে গ্রামবাংলার জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যকে সাহিত্যে অনন্যভাবে তুলে ধরেছেন। তিনি ১৯০৩ সালে ফরিদপুর জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.