Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালাই সাংবাদিক পরিষদের দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাটের কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ইশার নামাজের পর রাত সাড়ে ৮টায় কালাই সাংবাদিক পরিষদের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে সাংবাদিক, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজনেরা এতে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করেন আমেরিকা প্রবাসী ও কালাই তালুকদার পরিবারের সন্তান মোরশেদ তালুকদার শাপলা, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক প্রফেসর ইব্রাহিম হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালাই সাংবাদিক পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল বাতেন। দোয়া পরিচালনা করেন কালাই আহলে হাদীস মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারুক হোসেন, জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাতাব উদ্দিন, থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন নেসা কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান বকুলসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতেও দেশপ্রেমিক জনগণ তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।