দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে রাষ্ট্রীয় শোক দিবসে পায়রা সেতুর টোলপ্লাজায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পতাকা না তোলার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে অপদস্ত ও দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখা যায়, নির্ধারিত পতাকা স্ট্যান্ডটি সম্পূর্ণ খালি।
রাষ্ট্রীয় শোক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা সেখানে প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, পতাকা না তোলার কারণ জানতে চাইলে টোলপ্লাজায় দায়িত্বরত সিস্টেম এনালিস্ট মো. নেছার উদ্দিন ও হিসাব সহকারী মমিন তাঁদের সাথে অত্যন্ত অশোভন ও রুক্ষ আচরণ করেন। রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি এমন অবজ্ঞা এবং দায়িত্বশীলদের মারমুখী আচরণে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলের ছবি ও ভিডিও প্রমাণ সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনি বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.