Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ

নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নতুন বছরের প্রথম দিনে নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী ও শীতার্তদের জন্য কম্বল প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অতি গরিব ও অসহায় ২০ জন শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য ও সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. আব্দুল্লাহ আল রাশেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আবুহেনা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মুক্তা রানী দাস।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।