হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি একটি কৃষক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জহির হোসেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের জানান, তিনি তার পিতার পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে প্রায় তিন শতক জমি বৈধভাবে শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানের কাছে বিক্রি করেন। কিন্তু একই এলাকার নওশেরের ছেলে মুজিবার রহমান ওই জমিতে নিজের অংশ রয়েছে দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিলেন।
জহির হোসেন আরও জানান, জমি সংক্রান্ত ওই বিরোধের জের ধরেই গত মঙ্গলবার সকালে মুজিবার রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জমির ক্রেতা মাস্টার ফয়জুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর আহত ফয়জুর রহমানের স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
তবে জহির হোসেনের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত মুজিবার রহমান ও তার ভাই সিরাজুলের নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি দল তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।
ভুক্তভোগী পরিবারটি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জালাল আলম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.