আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে চিরচেনা আনন্দ—নতুন বইয়ের ঘ্রাণ।
পুরোনো পাঠ্যবইয়ের জায়গায় হাতে উঠেছে ঝকঝকে নতুন বই। যদিও রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই বিতরণ উপলক্ষে কোনো উৎসব বা আনুষ্ঠানিক আয়োজন হয়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসবসহ সব ধরনের আনন্দ আয়োজন পরিহার করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপা ও বাঁধাই শেষে দেশের বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে।
এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে।
দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলায় প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য মোট ৫৩ হাজার ২০৪টি পাঠ্যপুস্তক বরাদ্দ দেওয়া হয়।
গত ৩০ ডিসেম্বর এসব বই উপজেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয় এবং ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রাক-প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৪০০ জন, প্রথম শ্রেণিতে ২ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ হাজার ৬০০ জন, তৃতীয় শ্রেণিতে ২ হাজার ৬০০ জন, চতুর্থ শ্রেণিতে ২ হাজার ৫৫০ জন এবং পঞ্চম শ্রেণিতে ২ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীর মাঝে এসব নতুন বই বিতরণ করা হয়েছে।
অন্যদিকে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম জানান, মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত প্রায় ৫৪ শতাংশ বই বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৪৪টি হাইস্কুল ও ২২টি দাখিল মাদ্রাসায় মোট ১ লাখ ৯৯ হাজার ১৫০টি বইয়ের চাহিদার বিপরীতে ১ লাখ ৭ হাজার ৮৫০টি বই সরবরাহ করা হয়েছে। এছাড়া ৭টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ হাজার ৪০০টি বইয়ের চাহিদার বিপরীতে ৬ হাজার ৭৬০টি বই জেলা শিক্ষা অফিস থেকে পাওয়া গেছে।
উৎসবের আমেজ না থাকলেও নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বস্তি ও আনন্দের ঝিলিক। শিক্ষক ও অভিভাবকরাও আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যেই বাকি বইগুলো সরবরাহ সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই বিতরণ উপলক্ষে কোনো উৎসব আয়োজন না থাকলেও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে বই সংগ্রহ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.