মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার শামুরবাড়ি গ্রামস্থ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়৷
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান৷
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক(ইউআইইউ) এবং ফাউন্ডার ট্রাস্টি(ইউআইইউ) ও চেয়ারম্যান বিডিএডুকেশন ড. সুমন আহমেদ৷ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সায়েরা খান, জুবায়দা ফাইজা, রাফিয়া খান, আসিফুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ৷

