মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরের ঐতিহ্যবাহী টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য জুলফিকার আলী ও ঝর্না খাতুন।
আরবি প্রভাষক আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শামছুর রহমান, ফজলুর রহমান, বদিউজ্জামাল, প্রভাষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, সহকারী মৌলভী আব্দুর রউফ, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করে উৎসাহ প্রদান করেন এবং অপেক্ষাকৃত কম ফল করা শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.