Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

Link Copied!

আমিনুল ইসলাম, ‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেন রাজশাহী দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠে এই দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে, দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান লালবু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা যুবদলের সদস্য শহিদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আঃ লতিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।

বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। আজকে তার আত্বার মাগফেরাত কামনায় সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।