মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদি কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মনিরামপুর পৌরশহরের আবাবিল টাওয়ারে অবস্থিত অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। তিনি বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র তরুণদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, সিনিয়র সাংবাদিক ও সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন এবং সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক।
অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গঠনে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.