Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী সদর জেলখানার সামনে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণরক্ষা

রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

জানা যায়, রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী পিয়ারুলের ভাগ্নে নয়ন (একাধিক মামলার আসামি) জামিনে মুক্তি পাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে তার প্রতিপক্ষ সাব্বির, কিবরিয়া, সজীব ও শিমুল গ্রুপের সাব্বির জেলখানার সামনে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আরও একটি গুলি ছোড়ার চেষ্টা করা হলে তা মিসফায়ার হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানার পুলিশ ও রাজবাড়ী সদর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে জেল থেকে মুক্তি পাওয়া নয়ন নিরাপদে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করেছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির জানান, সন্ধ্যার দিকে নয়ন নামে এক আসামি জামিনে মুক্তি পান। মুক্তির সময় কারাগারের সামনে তার প্রতিপক্ষ একদল হামলার চেষ্টা চালায় এবং ফাঁকা গুলি বর্ষণ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সন্ধ্যার সময় জেলা কারাগার থেকে নয়ন নামে একজন জামিনে মুক্তি পায়। এরপর তার প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।