আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎ সেবায় নিরবচ্ছিন্নতা নিশ্চিত ও উন্নতমানের ব্যাটারি সরবরাহের লক্ষ্যে নাভানা ব্যাটারিজ লিমিটেডের উদ্যোগে গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নাভানা ব্যাটারির অনুমোদিত ডিলার মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। নাভানা ব্যাটারিজ লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত গ্রাহক মিলনমেলায়।
অনুষ্ঠানে মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর-এর স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের ঢাকা ম্যানেজার তারিকুল ইসলাম, বরিশাল ম্যানেজার মো. শাহাবুদ্দিন এবং বরিশাল বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন।
বক্তারা নাভানা ব্যাটারির আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, পণ্যের দীর্ঘস্থায়িত্ব এবং দ্রুততম বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন আইপিএস ও ব্যাটারির সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিষয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ কারিগরি পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন সোহাগ বলেন,“দীর্ঘদিন ধরে আমরা সততা ও আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছি। মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর সবসময় উন্নতমানের পণ্য ও নির্ভরযোগ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। নাভানা ব্যাটারির এই উদ্যোগ গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠান শেষে নাভানা ব্যাটারিজ লিমিটেডের অনুমোদিত ডিলার মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.