Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম সেনা জোনের সহায়তায় জীনামেজু বুদ্ধপূজা উদযাপন

আলীকদম(বান্দরবান) প্রতিনিধি 
জানুয়ারি ১, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম(বান্দরবান) প্রতিনিধি 

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ) বিকাল ৫টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ মিশনারী ভিক্ষু সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত উঃ নন্দমালা মহাথের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, এবং আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু ভবেশ চাকমা, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০০–১৫০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে প্রধান অতিথি জীনামেজু অনাথ আশ্রমের সভাপতির নিকট নগদ ১০,০০০ টাকা, মিষ্টান্ন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আলীকদম সেনা জোন পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও যোগ করেন, “বুদ্ধদেবের অহিংসা, করুণা, মৈত্রী ও মানবতার শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিপন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।