তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ওই আসনে বাকী সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারী) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষাণা দেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সাতজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুই জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাখিল করেছেন।
তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
বৈধ ৭ প্রার্থী হলেন বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।
ছবি সংযুক্ত।

