খুলনা প্রতিনিধি
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেতৃত্বের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শূন্যতায় আচ্ছন্ন দেশ। সেই শোকের আবহে খুলনায় একযোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা নগরীর ঐতিহ্যবাহী টাউন মসজিদে কেন্দ্রীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সময়ে খুলনা মহানগরীর আওতাধীন পাঁচটি থানা ও ৩৪টি ওয়ার্ড-ইউনিয়নের প্রতিটি মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি জীবনের বড় একটি সময় কারাগারে কাটিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন; তবু কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
তারা বলেন, এমন একজন রাষ্ট্রনায়কের বিদায়ে জাতি এক অপূরণীয় শূন্যতার মুখে পড়েছে। দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হবে।
নেতৃদ্বয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এই দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে দোয়া মাহফিলকে কেন্দ্র করে খুলনা নগরীর বিভিন্ন মসজিদে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
অনেকের মতে, এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি জাতির সম্মিলিত শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রার্থনার প্রকাশ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার স্মরণে রাজধানীসহ বিভিন্ন জেলা ও বিভাগে দোয়া মাহফিল, মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.