গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষন করে। র্যালী শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, অফিস সহকারি নুরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রমানন্দ ঘরামী, সাংবাদিক মোল্লা ফারুক হাসান সহ সহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

