রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) খুলনা-৪ আসন (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাই শেষে এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে নিশ্চিত করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত বিধি ও আইন অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনাসহ সারাদেশে পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

