তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিশ্ব মানবতার কল্যাণ,দেশ ও জাতির শান্তি এবং সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের সাচাইল গ্রামে অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব।
শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মহাযজ্ঞ নামকীর্তন চলবে।
তাড়াইল উপজেলা সদরের ঐতিহ্যবাহী সাচাইল গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মহাযজ্ঞকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা, মাইকিং এবং আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আয়োজক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মহাযজ্ঞ চলাকালে প্রতিদিন ভোর থেকে বিরতিহীনভাবে ২৪ঘন্টা হরিনাম সংকীর্তন,ভাগবত পাঠ,ধর্মীয় আলোচনা,কীর্তন পরিবেশন,সাধু-সন্তদের বাণী প্রচার এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্যাতনামা কীর্তনীয়া,ধর্মীয় বক্তা ও অসংখ্য ভক্তবৃন্দ এ মহাযজ্ঞে অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা ও বিভাজনের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা থেকে উত্তরণে ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার বিকল্প নেই। শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ মানুষের মনে শান্তি,সহনশীলতা,ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মহাযজ্ঞকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল কাজ করছে। পাশাপাশি আগত ভক্তদের জন্য সুপেয় পানি,চিকিৎসা সহায়তা,শৌচাগার ব্যবস্থা ও সুশৃঙ্খল যানবাহন চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মহাযজ্ঞ পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এ পবিত্র ধর্মীয় আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের এই ধর্মীয় মিলনমেলা।

