নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সোলাইমান ইসলাম (১১)। সে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র।
অল্প বয়সে এমন কৃতিত্ব অর্জন করায় পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সোলাইমানের বাবা সাইফুল ইসলাম তার ছেলের এই সাফল্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মাদ্রাসার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সোলাইমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ বিষয়ে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম বলেন, “সোলাইমান ইসলাম অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী ছাত্র। তার নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতার ফলে অল্প সময়ের মধ্যেই সে কোরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন কোরআনের আলোয় নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির খেদমতে আত্মনিয়োগ করতে পারে—এই দোয়া করি।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

