কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলটির বিভিন্ন যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল মালিক। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি উত্তরপাড়া এলাকায় অবস্থিত “মায়ের দোয়া কটন মিলস”-এ এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মিলের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের মালিক মিন্টু মিয়া জানান, অগ্নিকাণ্ডে মিলের ভেতরে সংরক্ষিত সব তুলা পুড়ে গেছে। এতে তার আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আমজাদ হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

