সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা অনিয়মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, এসআই অভিজিৎ, এসআই মো. জহিরুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ প্রশাসন জানায়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন, গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.