গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড় এসেছে। আজ ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তে তিনি দমে যাননি এবং আইনি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনে ফেরার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।
মনোনয়ন বাতিলের ঘোষণার পর লুটুল তার ভেরিফাইড ফেসবুক পেজে ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন ও সাহসী বার্তা দেন। সেখানে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় লড়াই চালানোর প্রতিশ্রুতি দেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “গোপালগঞ্জের জনগণের উদ্দেশ্যে আমি স্পষ্ট ও দৃঢ়ভাবে বলতে চাই—আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন, সাহস ও ধৈর্য হারাবেন না। কোনো চাপ, ভয় বা কৌশল আমাদের ন্যায়সংগত অবস্থান থেকে সরাতে পারবে না।”
লুটুল জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে। তিনি লিখেছেন, “আমরা সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত অধিকার প্রয়োগ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপিল প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। সত্য, ন্যায় এবং জনগণের অধিকার রক্ষায় আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থানেই থাকব।”
পোস্টের শেষে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “জনগণের শক্তিই আমাদের একমাত্র ভরসা, আর শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে—এটাই গণতন্ত্রের অটল সত্য।”
স্বতন্ত্র এই প্রার্থীর এমন দৃঢ় অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে পুনরায় সক্রিয় হতে পারবেন কি না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.