খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসানের বিরুদ্ধে অসদাচরণ, দায়িত্বে অবহেলা ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার আচরণের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় অভিভাবক ও সচেতনরা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, মো. কামরুল হাসান দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজে বিভাজন সৃষ্টি করছেন এবং নিয়মিত বিদ্যালয়ের সময় বোর্ডের হাট এলাকার চায়ের দোকানে আড্ডায় লিপ্ত থাকেন, ফলে শ্রেণিকক্ষ ফাঁকা থাকে এবং শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, সহকারী শিক্ষক মো. কামরুল হাসান বিভিন্ন সময় শিক্ষকদের আন্দোলনের অজুহাতে শ্রেণি পাঠদান বন্ধ রাখেন এবং বার্ষিক পরীক্ষার সময়ে কর্মবিরতি চালিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করেন। গত ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার সময়ে তিনি কয়েকজন শিক্ষককে নিয়ে পরীক্ষা বর্জন করেন, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অশালীন ভাষায় কথা বলার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার জানান, “অভিযোগ পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “অভিযোগটি আমার নজরে এসেছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের স্বার্থ সবার আগে।”
সচেতন অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও অবনতির দিকে যেতে পারে। তারা দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.