Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ মনোনয়ন যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির ২ প্রার্থীর জটিলতা, ১স্বতন্ত্রের মনোনয়ন বাতিল

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

যাচাই-বাছাই প্রক্রিয়ায় জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, একই সঙ্গে জাতীয় পার্টির আরেক প্রার্থী ইকবাল হোসেন তাপসের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এসব সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪ জন প্রার্থীর দাখিল করা কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যথাযথ পাওয়ায় তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ইকবাল হোসেন তাপসের মনোনয়নপত্র অবৈধ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, এই তিন প্রার্থীর মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি ছিল এবং নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনয়ন বাতিলের খবরে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খানের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশা প্রকাশ করলেও অনেকে আইনি প্রক্রিয়ায় আপিলের মাধ্যমে বিষয়টি মোকাবিলার আশাবাদ ব্যক্ত করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সাত্তার খান আপিল করার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

উল্লেখ্য, বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে এই আসনে প্রার্থীদের অবস্থান ও সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।