Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন।

জেলা রিটার্নিং অফিসার মোঃ আরিফ উজ্জামান শনিবার বিকেলে (৩ জানুয়ারি) এই তথ্য ঘোষণা করেন। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঋণ খেলাপি থাকা, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি এবং অন্যান্য আইনি অবৈধতা।

মনোনয়ন বাতিলের বিস্তারিত:

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার অংশ): ১৩টি মনোনয়ন জমা পড়েছিল। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম, আশ্রাফুল আলম, এবি পার্টির মোঃ প্রিন্স আল আমিন ও গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ কাবির মিয়া।

গোপালগঞ্জ-২ আসন (সদর ও কাশিয়ানী উপজেলার অংশ): ১৩টি মনোনয়ন জমা পড়েছিল। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁয়া লুটুল, রনী মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাস।

গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা): ১২টি মনোনয়ন জমা পড়েছিল। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার, এবং স্থগিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।