Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী–২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও মোজাহিদুল ইসলাম। সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থকের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডলের মনোনয়ন ঋণখেলাপি থাকায় বাতিল করা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেকের মনোনয়নপত্র হলফনামায় স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন মনোনয়নপত্রের সঙ্গে দলীয় কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবের প্রত্যয়নপত্র দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা রাজবাড়ী–২ আসনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন—বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জেলা প্রধান সমন্বয়কারী জামিল হিজাজী, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবুর মনোনয়নপত্রে বড় ধরনের কোনো ত্রুটি না থাকলেও কয়েকটি স্থানে স্বাক্ষর না থাকায় তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা হলে তার মনোনয়ন বৈধ হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এদিকে রাজবাড়ী–১ সংসদীয় আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন অনুমোদন পেয়েছেন—বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টির প্রার্থী জেলা সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।