নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের নান্দাইল উপজেল বিএনপি, পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দোগে শনিবার বিকালে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও নান্দাইল নির্বাচনী এলাকার ধানের শীষের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন। গনতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ছিল অন্যান্য ও ঐতিহাসিক।
দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে একজন দক্ষ রাজনৈতিক, আপোষহীন দেশনেত্রী ও সমাজে অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরনার প্রতীক হিসেবে আজীবন স্মরণ করবে।
তাঁর নেতৃত্বের দৃঢ়তা ও দেশের প্রতি অবদান সবসময় ইতিহাসে অমর হয়ে থাকবে। ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে তিনি দক্ষতা ও দৃঢ় নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত করেছেন। তাঁর আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও আপোষহীন নেতৃত্বগুন তাঁকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তাঁর মৃত্যুতে দেশের চলমান ক্রান্তিকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক প্রভাবশালী নেত্রীকে হারালো।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির সহ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শোক সভা শেষে নান্দাইলের বিএনপি পরিবার সহ নান্দাইলবাসী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা সহ দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত খতমে কুরআন ও দোয়া মাহফিলে উপজেলা জামিয়াতুল মোদারেছিনের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম সহ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অপরদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্দোগে পৃথক পৃথকভাবে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার জুম্মাবাদ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

