মুন্সীগঞ্জ প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে মুন্সীগঞ্জে আত্ম অনুসন্ধান মূলক আলোচনা ও বয়স্ক, অসুবিধাগ্রস্থ, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান নিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।
শনিবার (৩ ই জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আত্ম অনুসন্ধান মূলক আলোচনা শেষে জেলা সমাজসেবা কার্যালয়, বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে সেলাই মেশিন, শীতবস্ত্র, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের গোল্ডেন কার্ড বিতরণ, ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস এবং ক্ষুদ্র ঋণ , জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
পরে বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) কামরান হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি এ টিম এম উবাইদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলাল উদ্দিন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং জেলার অসুবিধাগ্রস্থ প্রতিবন্ধী, বয়স্ক, জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে প্রশিক্ষণার্থীরা।

