মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনিরামপুর (যশোর-৫) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, এর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন:
শহীদ মোঃ ইকবাল হোসেন (স্বতন্ত্র, কলস মার্কা)
গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা)
মুফতি রশিদ আহমদ (ধানের শীষ)
জয়নাল আবেদিন টিপু (হাতপাখা)
অন্যদিকে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন: কামরুজ্জামান, গোলাম মোস্তফা, এম এ হালিম ও নজরুল ইসলাম।
মনিরামপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

