নোয়াখালী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই সম্পন্ন করেন।
মোট ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নোয়াখালী-১: ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল।
নোয়াখালী-২: ১০ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের মনোনয়ন বাতিল। বাতিলের কারণ: আয়কর রিটার্ন দাখিল না করা ও ঋণ খেলাপি।
নোয়াখালী-৩: ৭ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল।
নোয়াখালী-৪: ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, ১ জন স্বতন্ত্র প্রার্থীর বাতিল।
নোয়াখালী-৫: ১৫ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল। বাতিলের মধ্যে আয়কর রিটার্ন না থাকা এবং ঋণ খেলাপি প্রাধান্য পেয়েছে।
নোয়াখালী-৬: ১১ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের মনোনয়ন বাতিল।
রিটার্নিং কর্মকর্তা জানান, সব যাচাই-বাছাই প্রক্রিয়া যথাযথ বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে।

