জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী ২৪ প্রার্থীর মনোনয়ন যাচাই করে ১২ জনের বৈধ এবং ১২ জনের অবৈধ ঘোষণা করেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):
বৈধ: এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), নাজমুল হক সাঈদী (জামায়াত), আবদুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
অবৈধ: এ, কে, এম ফজলুল হক (জাতীয় পার্টি), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র), মীর শরিফ হাসান লেনীন, মোস্তাফা আল মাহমুদ (জাতীয় পার্টি)
জামালপুর-২ (ইসলামপুর):
বৈধ: সুলতান মাহমুদ বাবু (বিএনপি), সামিউল হক (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মীর সামসুল আলম (জাতীয় পার্টি), মো: রুবেল মিয়া (গণঅধিকার পরিষদ), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন)
অবৈধ: মো: আনোয়ার হোসেন (জাতীয় পার্টি), শরিফুল ইসলাম খান (স্বতন্ত্র), শওকত হাসান মিয়া (বিএনপি), সাদিকুর রহমান (স্বতন্ত্র)
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):
বৈধ: মো: মোস্তফিজুর রহমান বাবুল (বিএনপি), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ)
অবৈধ: মো: মজিবুর রহমান আজাদী (জামায়াতে ইসলাম), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু, এস এম শাহীনুর রহমান
জানা গেছে, আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

