ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, মোট ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ২৩টির মনোনয়ন বৈধ এবং ৪টির মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের মনোনয়ন ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়েছে। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ভোটার তালিকায় তথ্যের ত্রুটি ও স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে সব প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চলাকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিধি ও আইন অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে এবং প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

