মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র শনিবার (৩ জানুয়ারি) বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিলের কারণ হিসেবে পাওয়া গেছে মৃত ব্যক্তির স্বাক্ষর ব্যবহার, ভোটার তালিকায় অসঙ্গতি এবং মাস্টার্স সনদের অনুপস্থিতি।
মোয়াজ্জেম হোসেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তার মনোনয়ন বাতিলের সঙ্গে সঙ্গে, মাগুরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানের মনোনয়নও হলফনামা অসম্পূর্ণ থাকার কারণে বাতিল করা হয়েছে।
একই সময়ে মাগুরা-১ আসনে ১০ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকা অসম্পূর্ণ এবং ঋণ খেলাপি অভিযোগ। এছাড়া গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমানের মনোনয়নও আয়কর রিটার্ন না দেওয়ায় বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মনোনয়ন যাচাই-বাছাই সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিধি ও আইন অনুসারে করা হয়েছে।

