রাজু দত্ত ,মৌলভীবাজার প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা, কবিতা পাঠের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও আহমদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হল।
আহমেদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় মহাআড়ম্বরে।
শনিবার (৩ জানুয়ারি) রেজিষ্ট্রেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ফাতেমা নাহার চৌধুরী।
বিদ্যাকয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক আবু তালেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেটের পরিচালক দেবানন্দ সিংহ। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য সাব্বিরুল হক তালুকদার শামীম,বীর, প্রতিষ্ঠাকালীন সদস্য মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমূখ।
আহমদ ইকবালের স্মৃতির শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিলেট ইসলামি ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মো. জসিম উদ্দিন।
এসময় অনুষ্টানে বিদ্যালয়ের মানপত্র ও শ্রদ্ধাঞ্জলি উপহার দিয়ে সম্মানিত করা হয় আগত গুণীজনদের অতিথি, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সকল শিক্ষকদের।
সবশেষে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রাজন আবেদীনের নেতৃত্বে রাফেল ড্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন এই প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.